প্রতিবার নুন-পান্তার ঈদ করা চুয়াডাঙ্গার ভূমিহীন জনগোষ্ঠী এবার আগেই মেতেছে ঈদ আনন্দে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভূমিহীন পরিবারগুলো পেয়েছে ঈদবাজার এবং নতুন পোশাক। শিশুরা হাত রাঙিয়েছে মেহেদির রঙে। ‘কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ চুয়াডাঙ্গা টিমের ভিন্নধর্মী এ উদ্যোগে হাসি ফুটেছে ভূমিহীন এসব দারিদ্র পরিবারগুলোতে।
ঈদকে সামনে রেখে কানেক্টিং পিপল ফাউন্ডেশন চুয়াডাঙ্গা টিমের উদ্যোগে ‘রাঙা হাতে নতুন জামা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর ইউনিয়নের প্রত্যন্ত মাঠে অবস্থানরত সাতটি ভূমিহীন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সংযোগ কানেকটিং পিপল ফাউন্ডেশন চুয়াডাঙ্গা টিমের ভলেন্টিয়াররা। এ সময় ভূমিহীন পরিবারের নারীদের জন্য শাড়ি-থ্রিপিস এবং পুরুষদের জন্য পাঞ্জাবি, লুঙ্গি দেওয়া হয়। শিশুদের জন্য ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। এছাড়াও ঈদের বাজার সামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি এবং দুধ দেওয়া হয়।
এর পাশাপাশি ভূমিহীন শিশুদের ঈদ আনন্দ আরও রাঙিয়ে দিতে তাদেরকে নিয়ে মেহেদী উৎসব উদযাপন করা হয়। ভূমিহীন দরিদ্র পল্লীতে বুথ বসিয়ে সংযোগ চুয়াডাঙ্গা টিমের একাধিক স্বেচ্ছাসেবক মেহেদির রঙে হাত রাঙিয়ে দেন শিশুদের।
ইভেন্টে উপস্থিত ছিলেন সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’র ন্যাশনাল টিমের প্রেসিডেন্ট মো. শাহরিয়ার সিয়াম। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ভূমিহীন পরিবারগুলোকে নিজেদের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করেছি। আমাদের মতো যদি অন্যরাও এরকম অসহায় দারিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় তাহলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো।
সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা টিমের কোঅর্ডিনেটর নাইম আক্তার শুভ ও মুশফিকুর রহমানসহ ২০ জন ভলেন্টিয়ার সম্পূর্ণ ইভেন্ট পরিচালনা করেন।