আজকের খাসখবর পত্রিকার নিয়মনীতি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এসএম রেদ্বওয়ানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য যে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পত্রিকা এবং অনলাইন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে আজকের খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন, বহুল আলোচিত আজকের খাসখবর পত্রিকা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকাসহ দেশ ও দেশের বাইরে অনলাইন ও পত্রিকার মধ্য সেরা এবং বহুল আলোচিত পত্রিকা। অত্র পত্রিকার নীতি বিরোধী কাজে জড়িত থাকায় এসএম রেদ্বয়ানকে বহিষ্কার করা হয়েছে।
আজকের পর থেকে এসএম রেদ্বয়ানের সাথে কোন প্রকার আজকের খাসখবর পত্রিকা সংশ্লিষ্ট কোন কাজে অর্থনৈতিক লেনদেন করিলে বা প্রতারিত হলে তার জন্য আজকের খাসখবর পত্রিকা দায়ী থাকবে না।