ডুসাক-এর পৃষ্ঠপোষক হলেন যুবায়ের-টরিক-দিলীপসহ চুয়াডাঙ্গার ৭ কৃতী সন্তান

চুয়াডাঙ্গা জেলার ছাত্রদের নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠন ডুসাক। বর্তমান ও সাবেক ছাত্রদের নিয়ে এই সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। শুক্রবার (১০ মে) সকাল ১০টায় ডাকসু টিচার্স লাউঞ্জে ডুসাকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর ৭ সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ এবং ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ডুসাকের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়ের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করেন। এছাড়া সাধারণ সভায় শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী ডুসাকের গঠণতন্ত্রের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদ সংশোধন করা হয়।

সাধারণ সভায় পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচিতরা হলেন- মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা, মোল্লা গ্রুপের চেয়ারম্যান শহিদুল হক মোল্লা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জাফর হোসেন, উত্তরা পুলিশের ডিসি শাহজাহান সাজু এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। পদাধিকার বলে তাঁরা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও গণ্য হবেন।

উপদেষ্টা পরিষদে আরও যারা রয়েছেন, তাদের মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে হাবিবুর রহমান (প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক) বর্তমানে আবুল খায়ের লিমিটেডে কর্মরত, জাহাঙ্গীর আলম (সদস্য), শাহজাহান আলী (সদস্য) বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত, মহসিন কবীর (সদস্য), মির্জা সায়েম মাহমুদ বিপুল (সদস্য) বর্তমানে পুলিশ সুপার হিসেবে কর্মরত, আহমেদ পিপুল (সদস্য) বর্তমানে সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত এবং শিবলী হুসাইন আহমেদসহ (সদস্য) সাতজন অন্তর্ভুক্ত আছেন।

এছাড়াও নতুন উপদেষ্টা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রুহুল আমিন, বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার শফিক তুহিন, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিএসসির পরিচালক আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়র ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দীন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মিথুন কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা মাসুদ উর রহমান, ট্যাক্স কর্মকর্তা মাসুদুর রহমান জোয়ার্দ্দার হিরন, ট্যাক্স কর্মকর্তা তরিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান, ডুসাকের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাজসহ ১৫ জন নির্বাচিত হয়েছেন।